বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নাম ঘোষণা করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজাহারুল ইসলাম শেখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
এবার পহেলা বৈশাখ উদযাপন হবে দুই দিনব্যাপী। বর্ষবরণের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। নববর্ষের আয়োজনে এবার চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানও যুক্ত থাকবে।