• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘মার্চ ফর গাজা’-তে লাখো জনতার ঢল:

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর রাজধানী

AMZAD
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ১৯:২৯:০৮
<h6>‘মার্চ ফর গাজা’-তে লাখো জনতার ঢল:</h6> <h4>ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর রাজধানী</h4>

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শনিবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে গাজাবাসীর প্রতি সংহতি ও পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এর আগে বিকাল ৩টা ১৫ মিনিটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’, এবং সভাপতিত্ব করেন খতিব মুফতি আব্দুল মালেক।

গণজমায়েতে বক্তৃতা দিতে গিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “মতভেদ থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজাবাসীর অধিকার নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট—আমরা তাদের পাশে আছি।”

ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশ্যে স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের জন্য সংহতির ডাক দেন।

ঘোষণাপত্রে মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।