কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ১২ এপ্রিল। এ উপলক্ষে সব বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও উপকেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার অফিসের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯টি মূল কেন্দ্রে এবং ১৩টি উপকেন্দ্রে। পরীক্ষার্থীদের পরীক্ষার এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকায় একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে সম্ভাব্য যানজটের কথা বিবেচনা করে আগেভাগে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার দিন কেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩,৮৬৩ এবং আবেদন করেছে ৯৪,০২০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৬,৯৩২ জন ছাত্র ও ৪৭,০৮৮ জন ছাত্রী। প্রতিটি আসনের জন্য গড়ে ২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভর্তি পরীক্ষা শেষে আগামী ১৫ এপ্রিলের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যরা।
উল্লেখ্য, কৃষি গুচ্ছের আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।