সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের দুই দফা হামলায় গুরুতর আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজসহ পাঁচজন। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রথম হামলা এবং মধ্যরাতে মাছিমপুর এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ল’ কলেজের সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি শুরু হয়। ঘটনার মীমাংসায় উপস্থিত হন আজিজুল হক আজিজ। পরিস্থিতি শান্ত করতে চাইলেও ছাত্রলীগ কর্মী অপু, মঞ্জু, দিপু, মুজিব, অপি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন এবং তাকে তাৎক্ষণিকভাবে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম হামলার পর স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাদের খুঁজতে মাছিমপুর এলাকায় গেলে ফের সংঘর্ষ বাঁধে। এতে আরও ৪ জন আহত হন এবং অন্তত ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
দ্বিতীয় দফা হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাইকিং করে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, মূলত চায়ের দোকানে বসা ও গাড়ি পার্কিং ঘিরেই সংঘর্ষের সূত্রপাত।
এদিকে পুলিশ জানায়, হামলায় জড়িত ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তীর জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের চেষ্টা আগেই চলছিল।