• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৪ ঘণ্টার ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

AMZAD
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ১৪:৩৫:০৭
সিলেটে ৪ ঘণ্টার ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

 

সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে চার ঘণ্টার ব্যবধানে এ দুর্ঘটনা দুটি ঘটে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে রাত ১১টার দিকে নূরপুর ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান লাকি ইমাম (২৪)। তিনি উপজেলার নূরপুর এলাকার ছইফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি ও তার বন্ধু পেরিস মোটরসাইকেলে করে যাওয়ার সময় সামনের সিএনজি অটোরিকশা আচমকা ব্রেক করায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে পেছনে বসা লাকি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত পেরিস চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রাহ্মণবাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা আবির আহমেদ। তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন।

উভয় দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন।