সিরিজের প্রথম ম্যাচ খেলতে সিলেটে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌছালো দলটি। বিমানবন্দর থেকে বের হয়ে জিম্বাবুয়ে দল চলে যায় হোটেলে। আজকের দিন হোটেলে বিশ্রাম নিবে তারা।
জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় মাত্র দুটি।
এদিকে, সিলেটে টানা তিন দিন অনুশীলন করার পর আজকে বিশ্রাম করছে বাংলাদেশ দল। আগামীকাল দুই দলই অনুশীলন করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম