ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, মসজিদ-মাদ্রাসা বন্ধ ও ওয়াকফ সম্পত্তি বাতিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখা।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর কোর্ট পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষতার নামে ভারতে মুসলমানদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৮০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ-মাদ্রাসা অবিলম্বে খুলে দিতে হবে এবং ওয়াকফ সম্পত্তি বাতিলের আইনি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী নেতা শুধু মুসলমানদের নয়, বাংলাদেশের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছেন। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অস্বীকার করে, তাহলে ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা ভারতের মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, যদি নিপীড়ন বন্ধ না হয়, তাহলে সারা দুনিয়ার মুসলমানরা ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদের খতিব মাওলানা হাফিজ আসজাদ হোসাইন, উত্তর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, আইনজীবী এডভোকেট মো. আলীসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ভারতের মুসলমানদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন এবং ভবিষ্যতে গণহত্যা বন্ধের প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানান।
গণমিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। শেষ মুহূর্তে দরগাহ মসজিদের খতিব মাওলানা আসজাদ হোসাইনের মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।