হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (প্রায় ৬০ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মড়রা গ্রামের একটি মাঠে ধান কাটতে যাওয়া শ্রমিকরা লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্ধারিত মাটি ভরাটের স্থানের দক্ষিণ-পূর্ব কোণের ঢালু অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, থানার পুলিশ ও পিবিআই সদস্যরা। অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বৃদ্ধের মুখে দাড়ি ছিল, পরনে ছিল আকাশি রঙের হাফহাতা পাঞ্জাবি ও সাদা চেকের লুঙ্গি। তার সঙ্গে পাওয়া গেছে একটি জুতা, গামছা ও টুপি।
শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এসআই আবুল কাশেম জানান, লাশে পোকা-মাকড় ও মাছির উপস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে মারা গেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।