
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।
তিনি জানান, স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ ব্যানারটি টানানো হয়েছে। ২০ এপ্রিল রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।
এরআগে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন তুরাব।