• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এক সপ্তাহেও খোঁজ মেলেনি

কাজের সন্ধানে গিয়ে কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক

AMZAD
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ০১:৪৪:৫১
<h6>এক সপ্তাহেও খোঁজ মেলেনি</h6> <h4>কাজের সন্ধানে গিয়ে কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক</h4>

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন ছয় নির্মাণ শ্রমিক। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় ভুগছেন স্বজনরা।

নিখোঁজ শ্রমিকরা হলেন—জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদি মিয়ার ছেলে আব্দুল জলিল (৫৫)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৫ এপ্রিল তারা বাড়ি থেকে রওনা হয়ে ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছান। সন্ধ্যায় একবার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানান যে তারা কর্মস্থলে পৌঁছেছেন। এরপর থেকেই তাঁদের সকলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও কয়েক দিনেও কারো সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি জানিয়ে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরি করার জন্য জকিগঞ্জ থানা থেকে পরামর্শ দেয়া হয়।

রশিদ আহমদের ভাই জানান, রশিদ আগে চট্টগ্রামে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন। এবার সেই ঠিকাদারের মাধ্যমেই প্রথম কক্সবাজার যান। কিন্তু ওই ঠিকাদারের নাম ও ঠিকানা পরিবারের কেউ জানেন না।

নিখোঁজ খালেদের বাবা ও স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, খালেদসহ অন্যরা আগে থেকেই নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন, বিশেষ করে খালেদের মা ছেলের শোকে ভেঙে পড়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজদের মোবাইল ট্র্যাকিংয়ে সর্বশেষ অবস্থান কক্সবাজারে দেখা গেছে। কক্সবাজারে নিখোঁজদের সন্ধানে কাজ চলছে। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে স্থানীয়দের একটি অংশ ও আত্মীয়স্বজন নিজেরা উদ্যোগ নিয়ে খোঁজ করতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত কারো কোনো খোঁজ মেলেনি।