
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকায় একটি মিষ্টির দোকান থেকে রাজীব সরকার (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। দোকানের ভেতর থেকে রাজীবের আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে এবং দীর্ঘদিন ধরে জাফলংয়ের ওই এলাকায় মিষ্টির দোকান চালিয়ে আসছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এটি আংশিক গলিত হয়ে গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও, মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে একই উপজেলার গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন আইয়ালাবন্দ এলাকায় আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ, যাঁর আনুমানিক বয়স ৫০ বছর। স্থানীয়রা জানান, তাঁকে ভবঘুরে হিসেবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। পুলিশ তাঁর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করছে।