• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পারভেজ হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

AMZAD
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৬:২৭:০৩
পারভেজ হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কলেজ সড়ক, চৌমুহনা চত্বর ও স্টেশন সড়ক ঘুরে শ্রীমঙ্গল রেলস্টেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেতা মোশারফ হোসেন রাজ। তিনি বলেন, “ছাত্রনেতা পারভেজের নির্মম হত্যাকাণ্ড দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বদরুজ্জামান রুহেল, আলামিন হোসেন, তুষার আহমেদ শাহিন, মো. জামাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর, মো. শাহাদাত হোসেন আকাশ, কলেজ ছাত্রদল নেতা মো. সামাদ খান, মো. মোবারক হোসেন, মো. আরমান হোসেন নিয়াজ, মো. রায়হান শিকদার ও মো. জুবায়েরসহ ছাত্রদলের বহু নেতাকর্মী।

বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো ছাত্র রাজনীতির ওপরই আঘাত। তারা দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।