বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার সাহসিকতা আগামী প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”
রবিবার (২০ এপ্রিল) সিলেটের রাগীব আলী ফটো গ্যালারিতে আয়োজিত ‘আড্ডা ও চা চক্র’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনটি ছিল বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে।
তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতিটি শহীদ আমাদের কাছে জাতীয় বীর। তরুণ ও প্রতিশ্রুতিশীল ফটো সাংবাদিক তুরাবকে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে হত্যা করা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তখন আহত হয়েছিলেন শতাধিক ফটো সাংবাদিক, যা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।”
এ সময় তিনি শহীদ তুরাবের হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে বাবুল তালুকদারকে সম্মাননা স্মারক ও সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ উপহার দেওয়া হয়। তিনি নিজেও তার লেখা বই ‘নো কমেন্টস’ উপহার হিসেবে সংগঠনকে প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএর ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ বাস্তবায়নে সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন কাভার করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তরুণ ফটো সাংবাদিক আবু তাহের মো. তুরাব।