সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে সরাসরি পণ্য রপ্তানির জন্য প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে আগামী ২৭ এপ্রিল। মাল্টাভিত্তিক বিমান সংস্থা গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশন এর মাধ্যমে প্রথম ফ্লাইটটি যাবে স্পেনের জারাগোজা শহরে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে আরও দ্রুত ও কার্যকরভাবে পাঠানো সম্ভব হবে।
শুক্রবার ওসমানী বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া কার্গো টার্মিনাল এবং মেশিনারিজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ বলেন, “এই কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে সময় ও খরচ সাশ্রয় হবে। পাশাপাশি পণ্যের মান বজায় রেখে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, “ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ এবং অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কর্তৃক স্বীকৃত। পরীক্ষামূলকভাবে সফল কার্গো পাঠানোর পর এবার পূর্ণাঙ্গ ফ্লাইট চালু হচ্ছে।”
এই কার্গো রুট চালুর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রপ্তানি খাতে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।