• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুয়েটে শিক্ষা উপদেষ্টা, কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে

AMZAD
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫ ১২:১২:০৮
কুয়েটে শিক্ষা উপদেষ্টা, কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার।

বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে তিনি ক্যাম্পাসে আসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিক্ষা উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

এর আগে, মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। সে সময় তিনি অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানান।