• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে সংহতি সমাবেশ:

গাজায় গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি

AMZAD
প্রকাশিত ২৪ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ০১:১৮:৩১
<h6>সিলেটে সংহতি সমাবেশ:</h6> <h4>গাজায় গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি</h4>

গাজায় চলমান গণহত্যা এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিলেট জেলা ফিলিস্তিনি সংহতি কমিটির উদ্যোগে এক সংহতি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন বাসদের সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর।

সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, উদীচীর প্রদীপ দেব রায়, ভাস্কর রঞ্জন, লেখক একে শেরাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিরাজ আহমদ, বাসদের প্রণব জ্যোতি পালসহ বিভিন্ন প্রগতিশীল, বামপন্থী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ১৯৪৮ সালে মার্কিন নেতৃত্বে ইসরায়েলের মতো একটি সামরিক কৃত্রিম রাষ্ট্র তৈরি করে ফিলিস্তিনের জনগণকে তাদের জন্মভূমি থেকে উৎখাত করা হয়েছে। বর্তমানে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি অঞ্চল দখল করেছে এবং ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত, ১ লক্ষ ১৫ হাজার আহত ও ১১ হাজার নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বক্তারা আরও বলেন, এটি কোনো ধর্মীয় যুদ্ধ নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম। বক্তারা বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং ইসরায়েলের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার সমালোচনা করেন।

সমাবেশে জাতিসংঘের প্রতিবেদন তুলে ধরে বলা হয়, গাজায় ইতিমধ্যে ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ফিলিস্তিনে এই নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।