• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানী বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টায় আটক ১

AMZAD
প্রকাশিত ২৫ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ১৫:১৮:০৭
ওসমানী বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টায় আটক ১

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পদ্ধতিতে স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস বিভাগ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-২৪৮ ফ্লাইটে আগত আলিম উদ্দিন নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে হলে আটক করা হয়।

তল্লাশির সময় দেখা যায়, তার পরিহিত কাপড়ের সঙ্গে পেস্ট আকারে বিপুল পরিমাণ স্বর্ণ লাগানো ছিল। কাপড় পুড়িয়ে স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটক আলিম উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।