হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে বালিভর্তি একটি ট্রাক থেকে ১ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় ভিটামিন, কসমেটিকস ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কসহ সীমান্তবর্তী এলাকায় চারটি পৃথক অভিযান চালানো হয়। সিলেট থেকে ঢাকাগামী একটি বালিভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল সেটিকে থামানোর সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে বালির নিচে অভিনবভাবে লুকানো ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড, চশমা এবং অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিনে গুটিবাড়ী, বাল্লা ও মনতলা বিওপি'র আওতাধীন সীমান্ত এলাকায় আরও তিনটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের প্রধান লক্ষ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে মাদকমুক্ত রাখা।”