• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতায় বড় সুখবর:

ঈদুল আজহা থেকে ৫০ শতাংশ উৎসব ভাতা

AMZAD
প্রকাশিত ২৭ এপ্রিল, রবিবার, ২০২৫ ১২:০২:২০
<h6>এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতায় বড় সুখবর:</h6> <h4>ঈদুল আজহা থেকে ৫০ শতাংশ উৎসব ভাতা</h4>

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে তারা তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। নতুন এই সিদ্ধান্ত আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর হবে।

এতদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে এমপিওভুক্ত কর্মচারীরা শুরু থেকেই ৫০ শতাংশ ভাতা পাচ্ছিলেন। এবার শিক্ষকরাও একই হারে ভাতা পাবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, উৎসব ভাতা বাড়ানোর ফলে প্রতিটি ঈদ উপলক্ষে সরকারকে অতিরিক্ত প্রায় ২২৯ কোটি টাকা ব্যয় করতে হবে। বর্তমানে দেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত, যারা মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পান।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব ছাড়ার দিনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা থেকেই বাড়তি সুবিধাগুলো বাস্তবায়ন শুরু হচ্ছে।