
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সদ্য বিদায়ী সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম ও রাজনীতিবিদ সিলেটের কৃতি সন্তান মাওলানা উবায়দুল্লাহ ফারুক দা. বা. যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাওলানা উবায়দুল্লাহ ফারুক দীর্ঘদিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিগত সেশনে সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন, মহাসচিব পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।