সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।
আটকদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ১৮ বছরের কম বয়সী একজনের বিরুদ্ধে সমাজসেবা অফিসের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন: মোহাম্মদ আলীম উদ্দিন (দলইরগাঁও), মকবুল হোসেন (নতুন মেঘারগাঁও), মোহাম্মদ গিয়াস উদ্দিন (দক্ষিণ কলাবাড়ী), ফুল মিয়া (কালাইরাগ), ইকবাল মাহমুদ (লাকী, গোয়াইনঘাট), মোহাম্মদ কিবরিয়া আহমেদ (গোয়াইনঘাট), জাহাঙ্গীর আলম (বাসাকর, দিরাই), আলী নূর (দিরাই) এবং মোহাম্মদ জজ মিয়া (কাশেমপুর, ইটনা)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযান চলাকালে কয়েকশত পাথর লুটপাটকারী সংঘবদ্ধ হয়ে আক্রমণের চেষ্টা করে এবং টাস্কফোর্সের ওপর পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ২০টি পাথরবাহী নৌকা ধ্বংস করা হয় এবং আরও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির হেফাজতে রাখা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাতের বৃষ্টির পর ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার সকাল থেকে কালাইরাগ এলাকা দিয়ে শত শত ইঞ্জিনচালিত ও বারকি নৌকায় করে অবৈধভাবে পাথর লুটপাট শুরু হয়, যা দিনে-রাতে চলছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার জানিয়েছেন, বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।