• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ICERIE-2025 সম্মেলন :

শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পলিমার সাইন্স বিভাগের ছাত্র মো. ইসমত হোসেন আল মবিন এর ‘বেস্ট পেপার এওয়ার্ড’ অর্জন”

AMZAD
প্রকাশিত ২৮ এপ্রিল, সোমবার, ২০২৫ ১৫:১০:১৯
<h6>ICERIE-2025 সম্মেলন :</h6> <h4>শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পলিমার সাইন্স বিভাগের ছাত্র মো. ইসমত হোসেন আল মবিন এর ‘বেস্ট পেপার এওয়ার্ড’ অর্জন”</h4>

“ICERIE-2025 সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পলিমার সাইন্স বিভাগের ছাত্র মো. ইসমত হোসেন আল মবিন এর ‘বেস্ট পেপার এওয়ার্ড’ অর্জন”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ICERIE-2025 এ ‘বেস্ট পেপার এওয়ার্ড’ অর্জন করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের একদল গবেষক।

“An Efficient Sunlight Activated CdS-CdSe Heterostructure Nanocomposites for Enhanced Photocatalytic Degradation of Organic Pollutants” শিরোনামের গবেষণা পত্রের জন্য এই সম্মাননা লাভ করেন মো. ইসমত হোসেন আল মবিন, কায়সার হামিদ, মো. জাহাঙ্গীর আলম, সুবেন্দু দাস আবির, আজহার উদ্দিন শিহাব এবং তাদের গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর তামিজ উদ্দিন আহমেদ ও প্রফেসর ডক্টর মো. জোবায়ের বিন মোখলেস। উল্লেখ্য যে, ICERIE ২০২৫ সালের কনফারেন্স এ উক্ত গবেষণা প্রবন্ধটি উপস্থাপনা করেন মুখ্য গবেষক সিইপি বিভাগের ২০১৮-১৯ সেশনের প্রাক্তন ছাত্র মো. ইসমত হোসেন আল মবিন

গবেষণায় সূর্যালোকে সক্রিয় উচ্চ কার্যকারিতাসম্পন্ন CdS-CdSe হেটারোস্ট্রাকচার ন্যানোকম্পোজিটস ব্যবহারের মাধ্যমে জৈব দূষণকারী উপাদানগুলোর দক্ষ ফোটোক্যাটালিটিক ডিগ্রেডেশনের সম্ভাবনা দেখানো হয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধ এবং টেকসই উন্নয়নের পথে এই গবেষণাকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ধরনের অর্জন দেশের উচ্চশিক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন মুখ্য গবেষক মো. ইসমত হোসেন আল মবিন।