• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও শাকিলকে কারণ দর্শানোর নির্দেশ

AMZAD
প্রকাশিত ৩০ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৫:২৯:১৫
আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও শাকিলকে কারণ দর্শানোর নির্দেশ


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। আগামী ১৫ মে’র মধ্যে তাদের লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হলে বিচারক এই আদেশ দেন। অভিযোগে বলা হয়, ‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—এই বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন বলে ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা আদালতে উপস্থাপন করা হয়।

এছাড়া, বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকির অভিযোগও তোলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। প্রসিকিউশন দাবি করে, শেখ হাসিনার একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে তিনি বিচারকাজে বাধা দেওয়ার কথা বলেন। আদালত আগেই সেই অডিওর ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল।

এই প্রেক্ষিতে আদালত মনে করছে, বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে পড়ে এবং সে কারণে সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।