
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে তিশা আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত তিশা আক্তার শিবগঞ্জ লামাপাড়া (খন্ডিকরপাড়া) মোহনী-১২৯ নম্বর বাসার বাসিন্দা এবং আব্দুল মুমিনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিশা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।