• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

AMZAD
প্রকাশিত ৩০ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৫:৩৫:৫৭
সিলেটে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সিলেট মহানগরীর কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকায় এক বোর্ডিং হাউসে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সম্রাট মালাকার (৩০), তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার মন্ডলী ভোগ গ্রামের মৃত বাদল মালাকারের ছেলে।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল কোতোয়ালী থানার অধীনে থাকা লালদিঘীরপাড় হকার্স মার্কেটের ১ নম্বর গেইট সংলগ্ন ব্রহ্মময়ী বাজারে অবস্থিত ‘আল মোবারক ব্যাচেলর বোর্ডিং’-এর ৪র্থ তলার ৩৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করে।

অভিযানকালে তার কাছ থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।