
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন এবং তার হাত রক্তাক্ত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৪ মে) রাত ৭টার দিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, “হাসনাতের গাড়িতে গাজীপুর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির কাঁচ ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত। যারা আশপাশে আছেন, দয়া করে হাসনাতকে নিরাপত্তা দিন। আমি লোকেশন দিচ্ছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের বাসন থানার ওসি মো. শাহীন বলেন, “হাসনাতের ওপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
উল্লেখযোগ্য যে, এর আগেও হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার চেষ্টা হয়েছিল। ২০২৩ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তার গাড়িবহরকে একটি ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়।
ঘটনার সময় হাসনাত ও সারজিস শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন। সেসময় বাইকে থাকা সহকর্মীরাও হামলার শিকার হন।
লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।