• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

গোলাপগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার রায়

AMZAD
প্রকাশিত ০৭ মে, বুধবার, ২০২৫ ১৬:২৮:৫১
<h6>একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন</h6> <h4>গোলাপগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার রায়</h4>

সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে ওয়াহিদুর রহমান সানি। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের সারওয়ার হোসেন, শাকিল আহমেদ, ফাহিম ইসলাম এবং বিশ্বনাথের বাহাড়া গ্রামের রায়হান আহমেদ। প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই চারজনের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

মামলার অপর আসামি মাজেদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে। তিনি হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে এবং জামিনে ছিলেন।

মরহুম এহতেশামুল হক শাহিন ছিলেন হাজিপুর লরিফর গ্রামের বাসিন্দা ও হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি। ২০২১ সালের ২১ মার্চ গভীর রাতে জরুরি কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে গ্রামে পৌঁছালে অটোরিকশার গতিরোধ করে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত শাহিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদী হয়ে ২৩ মার্চ গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ২ মে র‍্যাব-৯ চারজন আসামিকে গ্রেপ্তার করে।