• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে রাতভর পাকিস্তানের গোলাবর্ষণ

AMZAD
প্রকাশিত ০৮ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:১০:২৩
কাশ্মীর সীমান্তে রাতভর পাকিস্তানের গোলাবর্ষণ

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ফের উত্তেজনা দেখা দিয়েছে। গতরাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে ভারতীয় সূত্র জানিয়েছে, পাকিস্তানের ছোড়া গোলায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১৫জন নিহত হয়েছেন।

বুধবার জম্মু ও কাশ্মীরের এলওসি সংলগ্ন সীমান্ত শহর পুঞ্চে পাকিস্তানি সেনাবাহিনী একাধিক প্রাণঘাতী হামলা চালালে শহরটিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, আচমকা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে শহরে চরম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। হামলার পর অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।

হামলায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি ছিল। আহতদের দ্রুত পুঞ্চের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানের গোলার আঘাতে ভারতীয় সেনা জওয়ান দিনেশ কুমার প্রাণ হারান।

এর আগে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে। তাদের এর জবাব পেতেই হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে। কিন্তু ভারত ভুলে গেছে যে এই জাতি এমন এক জাতি, যারা নিজের দেশের জন্য লড়তে জানে।