মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৫ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার ভোরে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু। তারা জানান, গত পাঁচ বছর ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভান্ডার এলাকায় নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের দলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। আটক ব্যক্তিদের দাবি, তাদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
তারা আরও জানান, তাদের সঙ্গে তিন শতাধিক ব্যক্তি ছিল, যাদের মধ্যে কয়েকজনকেই কেবল ওই সীমান্ত দিয়ে পাঠানো হয়; বাকিদের কোথায় নেওয়া হয়েছে, সে সম্পর্কে তারা কিছু জানেন না।
মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব জানান, বিজিবি আটককৃতদের থানায় নেওয়ার জন্য গাড়িতে তুলেছিল, কিন্তু পরে আর থানায় নেওয়া হয়নি। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব নারায়ণ শীলও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান, আটককৃত সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি জানাজানির পর জেলা জুড়ে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, তারা বিজিবির কাছ থেকে এখনো কেউ হস্তান্তর পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, তিনি এ বিষয়ে অবগত নন, তবে খোঁজ নিচ্ছেন।