• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

AMZAD
প্রকাশিত ০৯ মে, শুক্রবার, ২০২৫ ০২:১৬:৫৫
পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে ভারতের আখনুর, সাম্বা, আরএস পুরা ও জম্মুর বিভিন্ন এলাকায় পর পর বিস্ফোরণে কেঁপে উঠে দেশটি। সীমান্ত অতিক্রম করে পাকিস্তান থেকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়, যা লক্ষ্য করেছিল জম্মু ও কাশ্মীরের বিমানবন্দর ও আশপাশের এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তানের ছোড়া মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত আকাশেই ধ্বংস করেছে। এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করা হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাঠানকোট ও জম্মু বিমানঘাঁটিতে সাইরেন বাজানো হয়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারা ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায়। হোশিয়ারপুর ও অমৃতসরের মতো শহরে ‘ব্ল্যাকআউট’ ঘোষণা করে আলো নিভিয়ে দেওয়া হয়।

এদিকে, ভারতীয় প্রশাসন জানিয়েছে, পাকিস্তানের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরসহ একাধিক পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। বিশেষ করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়।

প্রতিরক্ষা সূত্র জানায়, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড়ে ভারতীয় এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে এবং দেশজুড়ে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।