• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব আইডি ও ওয়েবসাইট বন্ধ করছে সরকার

AMZAD
প্রকাশিত ১৫ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৮:০১:১৪
আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব আইডি ও ওয়েবসাইট বন্ধ করছে সরকার

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এসব সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

এর পরিপ্রেক্ষিতে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগসংশ্লিষ্ট স্থানীয় ওয়েবসাইটগুলো বন্ধ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ বলেন, টেক জায়ান্ট সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগসংশ্লিষ্ট পেজ বন্ধে বিটিআরসির মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। সামাজিকমাধ্যমে আওয়ামী লীগসংশ্লিষ্ট কনটেন্ট সরানো কিংবা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার মতো সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ। তাদের নিজস্ব গাইডলাইন অনুযায়ী তারা এটা করে থাকে। আর স্থানীয় আওয়ামী লীগসংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। দুই-এক দিনের মধ্যে এগুলো বন্ধ করা হবে।

এর আগে, গত সোমবার অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগসহ এর সব সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে।