• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ-এর পুশইন অব্যাহত

আবারও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল ভারত

AMZAD
প্রকাশিত ১৫ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৮:০৫:১০
<h6>মৌলভীবাজার সীমান্তে বিএসএফ-এর পুশইন অব্যাহত</h6> <h4>আবারও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল ভারত</h4>

 

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নিয়মিতভাবে বাংলাদেশে পুশইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুধবার ৪৪ জনকে পাঠানোর পর, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের পর কুলাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

এর আগেও বিএসএফ বুধবার বড়লেখার লাতু ও পাল্লাতল সীমান্ত দিয়ে ৪৪ জন এবং তারও আগে আরও ৫৮ জনকে বাংলাদেশে পুশইন করেছিল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে মোট ১১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। প্রাথমিকভাবে সনাক্তকৃতদের মধ্যে অধিকাংশের বাড়ি যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।