• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২৮ লাখ টাকার চোরাই পন্য আটক

AMZAD
প্রকাশিত ২৫ মে, রবিবার, ২০২৫ ০১:৩৮:০৯
শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২৮ লাখ টাকার চোরাই পন্য আটক

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় হাইওয়ে পুলিশের টহল অভিযানে একটি ট্রাক ভর্তি বিপুল পরিমাণ চোরাই জিনিসপত্রসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ২৩ মে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

হাইওয়ে পুলিশ জানায়, সিলেট সীমান্ত হয়ে ঢাকাগামী একটি ছোট ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৮৪৪৪) সন্দেহজনকভাবে থামানো হলে, চালক একটি নিলাম চালানপত্র দেখায়। যাচাই-বাছাই করে চালানটি ভুয়া প্রমাণিত হলে ট্রাকটিকে হেফাজতে নেওয়া হয়। পরে পুলিশ সুপার মির্জা সাইজ উদ্দিন, ওসি আবু তাহের দেওয়ানসহ উপস্থিত কর্মকর্তাদের সামনে ট্রাকটি খুলে দেখা যায়, তাতে রয়েছে ১২৫ বস্তা জিরা (৩৭৫০ কেজি), ৫২০ প্যাকেট ফুসকা (প্রতি প্যাকেটে ১ কেজি) এবং ৪৩২০ পিস ভারতীয় রেডবুল। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

ঘটনার সাথে জড়িত ট্রাকচালক রতন আলী (২৩) ও হেলপার আরিফুল ইসলাম (৩০), যাদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায়, তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানে হাইওয়ে পুলিশের সার্জেন্ট সম্রাট হোসেন, শিশির চন্দ্র দাশ, এসআই সৈয়দ ইমরুল সাহেদসহ একাধিক সদস্য অংশ নেন। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান।