
জুলাই অভূথ্যানে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাঁর পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও ফয়জুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নজমুল কবির পাবেল, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আহমেদ ফয়সাল, শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই জাবুর আহমদ, এনসিপি বিয়ানীবাজারের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন সাজু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, পৌর যুব জমিয়তের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেটের সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য মাহমুদ হোসেন, ইমজা’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল হাসান।
শহীদ সাংবাদিক তুরাব একটি বিপ্লবে নাম উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিক এটিএম তুরাব স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্য পথ দেখিয়ে গেছেন। তাঁর দেখানো পথে বাংলাদেশ প্রতিষ্ঠিত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। একই সাথে তাঁর বিচার কাজ দ্রুত শেষ করা এবং দায়িদের শাস্তি দাবি নিশ্চিত করতে দায়িত্বশীলদের আহবান জানান।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি চারণ করেন অগ্রজ সাংবাদিক ফয়ছল আলম এবং ১৯ জুলাই থেকে পরবর্তী সময়ের ঘটনাবহুল নানা প্রতিকুল পরিস্থিতি তুলে ধরেন তার বড়ভাই জাবুর আহমদ। তাঁর সাংবাদিকতা সময়ের নানা স্মৃতির সাথে ১৯ জুলাই আহত হওয়ার পর থেকে দাফনের পূর্ব পর্যন্ত তৎসময়ের প্রশাসন থেকে নানা ধরনে বল প্রয়োগের কথা উঠে আসে জাবুর আহমদের বক্তব্যে।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণ সভা ও দোয়া মাহফিলে সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মারুফ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহ-সাধারণ সম্পাদক রানা মজুুমদার বাপ্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো. আজমল আলী, সাবেক সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মো: দুলাল হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দিপক বৈদ্য দিপু, মোজাম্মেল হক, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীল আহমদ ছাইম, সাংস্কৃতিক সম্পাদক এহসান খোকন, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, সাধারণ সদস্য এস আর শহীদ, জয়নুল ইসলাম, আখতার হোসেন, মোকাব্বির হোসেন, মঞ্জুরুল হাসান, মাহফুজ হোসেন, মাহবুব হোসেন, তানভীর লোদীসহ আরো অনেকে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক সোসাইটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম হাবিবি।