
প্রেস বিজ্ঞপ্তি : যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুর (রশিদপুর) মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সোমবার সকালে মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালিটি রশিদপুর ও সুলতানপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কালাম, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দরছ মিয়া, ছাইদ আলী, ইরন মিয়া।
মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল মাহমুদ আকাশ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার,
সহকারি শিক্ষিকা মোছাঃ সুমি বেগম, পপি বেগম, সোমা বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইব্রাহিম আলী।