নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাবে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
মঙ্গলবার সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, সেখানকার প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেন। সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই’।
এ নিয়ে এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটি তার কথা। কিন্তু ১৬ ডিসেম্বর এবং ৯ মাসের যুদ্ধ এটি বাংলাদেশের যুদ্ধ। ৯ মাস আমাদের দেশ বড় রক্তপাতের মধ্য দিয়ে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এমন মন্তব্যে যারা যুদ্ধ করেছেন, তারাও আহত হবেন।
৯ প্রকল্পে অনিয়ম: হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত৯ প্রকল্পে অনিয়ম: হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
বিগ্রেডিয়ার সাখাওয়াত আরও বলেন, আমরা ৯ মাসের মুক্তিযুদ্ধ শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ, সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি।
১৬ ডিসেম্বরের বিজয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা বলতে পারবেন। আমি এখন ব্যক্তিগতভাবে কিছু বলতে পারি না। সাধারণ নাগরিক হিসেবে অনেক কিছুই বলতে পারতাম। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসী জানে এটা নতুন কোন বিষয় না। আজ ৫৩ বছর পেরিয়েছে, ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন হয়েছে নয় মাসের যুদ্ধে।
তিনি বলেন, আমি শুধু এটা মনে করি এটা আমাদের যুদ্ধ, আমাদের লোকজন প্রাণ হারিয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে এবং নয় মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন তারাও এ ধরনের কথায় আহত হবেন।
তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের!তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের!
সাখাওয়াত বলেন, আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরাই শেষ করেছি। সেখানে অবশ্যই ভারতের সহযোগিতা ছিলও, তা নিয়ে কোন সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধু রাষ্ট্র হিসেবে। সেটা যদি উনারা উনাদের ইতিহাসে অন্যভাবে দেখেন সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি মুক্তিযুদ্ধ বিশ্বের একটি শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে।
বেলা ১১ টায় সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড এ প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাডেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন। এ বছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।