• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী নিহত

AMZAD
প্রকাশিত ২০ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৪:৪৪:৪৮
সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাত্রদলের তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক ছাত্রদলকর্মী তাহমিদ, মাহি এবং মহান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন আরও দুই জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।