• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

AMZAD
প্রকাশিত ২০ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৪:৫৪:৫৭
মৌলভীবাজারে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের দেনমোহর নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের এক ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান।

গ্রেপ্তার নোমান হোসেন (৩০) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামের মামুন মিয়ার ছেলে। ২৪ নভেম্বর মামুন মিয়া (৬১) হত্যাকাণ্ডের শিকার হন।

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান জানান, নোমানের সঙ্গে একই উপজেলার সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া বিয়েতে রাজি ছিলেন না।

বিষয়টি নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা মামুনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে বড়লেখা থানায় হত্যা মামলা করেন বলে জানান মশিহুর রহমান।

তিনি বলেন, গোপন খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ অভিযানে নোমানকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।