• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোনীত

AMZAD
প্রকাশিত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০০:০৭:৩৮
মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মনোনীত হয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

গত শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত গ্রহন করেন।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।