• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ

AMZAD
প্রকাশিত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১১:১০:৫৩
কমলগঞ্জে  ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে একটি অনুষ্টানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, সরকারী কর্মকর্তা, জণপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।