• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ

AMZAD
প্রকাশিত ১৬ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৯:৩২:৩৪
বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক সংগঠন এপেক্স বাংলাদেশের ৩৯তম জেলা-৪ কনভেনশন ২০২৪, মোহনএপেক্স, এ অনুষ্ঠিত কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ’কে জেলার বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।শুক্রবার সিলেট স্টেশন ক্লাব’এ আয়োজিত কনভেনশন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান’এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা-৪ এর এপেক্সিয়ানদের উপস্থিতিতে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদ’র হাতে তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এনামুল হক মিলন, জেলা গভর্নর-৪ এপে. এড. আব্দুল খালিক, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এ. কে. এম. সমিউল আলম, অতীত জেলা গভর্নর-৪ এপে. শাহেদুর রহমান শাহেদ, অতীত জেলা গভর্নর-৪ এপে. জাকারিয়া আহমদ ও কনভেনশন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শফিকুল ইসলাম।

এপেক্স জেলা-৪ এর অধীনে থাকা ১৪টি ক্লাব প্রেসিডেন্টদের মধ্য থেকে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবীবুন্নবী শাহেদকে তার দক্ষ নেতৃত্ব ও কার্যক্রমের জন্য জেলার বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।