• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এপেক্স জেলা-৪ এর গভর্নর নির্বাচিত

AMZAD
প্রকাশিত ১৬ নভেম্বর, শনিবার, ২০২৪ ২১:১৪:১৮
এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এপেক্স জেলা-৪ এর গভর্নর নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি : এপেক্স বাংলাদেশের ২০২৫ সালের জেলা গভর্নর-৪ নির্বাচিত হলেন এপে. এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর।

১৫ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ৩৯তম জেলা-৪ সম্মেলন মোহন এপেক্স ২০২৪-২৫ এর অংশ নেওয়া জেলার সকল ক্লাবের ডেলিকেটদের মতামতের ভিত্তিতে এপে. জয়ন্ত চন্দ্র ধর ২০২৫ সালের জন্য জেলা-৪ গভর্নর নির্বাচিত হন।

জেলা-৪ গভর্নর-২০২৩-২৪ এপে. এডভোকেট আব্দুল খালিক কতৃক গঠিত নির্বাচন কমিশন এপে. এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর কে বিজয়ী ঘোষণা করেন।

কনভেনশনে একক প্রার্থী হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এপেঃ এনামুল হক মিলন এপেঃ জয়ন্ত চন্দ্র ধরকে নির্বাচিত ঘোষনা করেন। কনভেনশনে জেলা ৪ এর ১৪টি ক্লাবের ২৮ জন ডেলিগেট অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ডিজি ৪ কে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, এপে.এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের অতিত সভাপতি। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবি। নির্বাচিত ডিজি জয়ন্ত চন্দ্র ধর আগামীর সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।