• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

AMZAD
প্রকাশিত ১৭ নভেম্বর, রবিবার, ২০২৪ ০২:৩১:১২
সিলেটে তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি : সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেছেন, সাংবাদিকতায় সফল হওয়ার শর্টকার্ট কোনো পদ্ধতি নেই। নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করতে বেশি করে পড়তে হবে, লিখতে হবে। কঠোর পরিশ্রম আর কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে এই পেশায় সফল হওয়া যায়।সিলেটের রেস্তোরাঁ

তিনি শনিবার বেলা দুইটায় সুবিদবাজারস্থ আমীনূর রশিদ মিনলায়তনে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ও ইন্টার প্রেস নেটওয়ার্কের (আইপিএন) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বয়সের ২৪ জন অংশ যুবক এতে অংশ নেন।

কর্মশালার কো-অর্ডিনেটর শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক’র প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য, ডেইলি ট্রাইব্যুনালের সিলেট ব্যুরো চিফ মো. আব্দুর রাজ্জাক, অংশগ্রহণকারীদের মধ্যে জামাল আব্দুল নাসের বক্তব্য দেন।

কোরআন তেলাওয়াত করেন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেট বাণী’র সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল। উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য ও দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, এম রহমান ফারুক, ফয়সল আহমদ প্রমুখ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রত্যেক ক্ষেত্রে পেশাগত জ্ঞান অত্যন্ত জরুরি। সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এই গুরুত্বপূর্ণ পেশায় যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য এমন প্রশিক্ষণ আরো বেশি গুরুত্বপূর্ণ।

তিন দিনের কর্মশালায় সিলেট ও ঢাকার অভিজ্ঞ সাংবাদিকরা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দিবেন। সোমবার (১৮ নভেম্বর) কর্মশালা শেষ হবে। সফলতার সঙ্গে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।