• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আন্দোলনে আহত আরও ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ড

AMZAD
প্রকাশিত ২৯ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২০:২৬:৪৯
আন্দোলনে আহত আরও ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ড

জুলাই আন্দোলনে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।

তাদের মধ্যে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিন জন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। রোমান ঢালি ও তাহসিন হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। তাদেরও রোবটিক ফিজিওথেরাপির জন্যই পাঠানো হয়েছে।

অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে, কিন্তু অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনকে চোখের চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়। এর আগে, চোখের চিকিৎসার জন্য সাত জনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে।