• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জানুয়ারিতে দেশে রেমিট্যান্সেএসেছে ২.১৯ বিলিয়ন ডলার

AMZAD
প্রকাশিত ০২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:১৯:১১
জানুয়ারিতে দেশে রেমিট্যান্সেএসেছে ২.১৯ বিলিয়ন ডলার

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.১৯ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে টানা ছয় মাস ধরে ২ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স পাচ্ছে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩.৪০ শতাংশ। গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২.১১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো জানুয়ারিতে রেমিট্যান্স পেয়েছে ৬২৭ মিলিয়ন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.৫৫ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান ২.২০ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও অক্টোবরে ২.৩০ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ২.৪০ বিলিয়ন ডলার ও আগস্টে ২.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।