• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস আটক

AMZAD
প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৩:৫০:০১
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস আটক

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক এপিএস জুয়েল আহমদকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শনিবারে দিবাগত রাত আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আবদুল শহিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ৪ ডিসেম্বর একটি মামলা দায়ের করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দিবাগত রাত ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রবিবার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসিন আকরাম আলী জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গত রাতে জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় উপজেলার ৫ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেছিলো পুলিশ। অজ্ঞাত ছিলো আরও ১০/১২ জনের নাম। জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ প্রথমেই এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এখনো জেল হাজতে আছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন জুয়েল আহমদ।