• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশে নতুন ভোটার প্রায় ৫০ লাখ

AMZAD
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৭:৩৮:৪৬
দেশে নতুন ভোটার প্রায় ৫০ লাখ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে এবার প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল এবার নতুন করে ৬১ লাখের বেশি ভোটার যুক্ত করার। একইসঙ্গে ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির এই সিনিয়র সচিব। এবারের ভোটার হালনাগাদে বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারিতে যোগ্য হবেন এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় তিনি বাদ পড়াদেরও নিবন্ধনকেন্দ্রে গিয়ে আবেদন ফরম পূরণের আহ্বান জানান।

গতকাল সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচি। ভোটারদের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। নতুন ভোটার ১ দশমিক ৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এবার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার।