• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আটক

AMZAD
প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:২৮:২৫
হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইশানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় আজমিরীগঞ্জ পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশান আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃত হাফিজ উদ্দিন (হাফাই) মিয়ার কনিষ্ঠ ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদি হাসান ইশান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, আটকের পর রাতেই ইশানকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।