প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে লুয়েট শিক্ষা সহায়তা তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার লালাবাজার স্কুল এন্ড কলেজ হলরুমে
এডুকেশন ট্রাষ্ট ইউকে (লুয়েট) আয়োজিত লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমিউনিটি নেতা মাহিদুর রহমান।
তিনি তার বক্তৃতায় বলেন, সমৃদ্ধ জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দেশ-তথা জাতির সম্পদ। তারা কখনও অপকর্মে লিপ্ত হয় না। আগামীর দেশগঠনে মেধাবী নেতৃত্বের প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।
লুয়েট’র উপদেষ্টা কমিউনিটি নেতা আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক জগলু ও ফাহিম মাহমুদ ফুরুক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মুহিত, সাংবাদিক শফিক আহমদ শফি, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ছয়লক্ষ টাকা বিতরণ করা হয়।