• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে মাস্ক পরে ঝটিকা মিছিল, ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

AMZAD
প্রকাশিত ১৯ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০৩:৪১:৫০
সিলেটে মাস্ক পরে ঝটিকা মিছিল, ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরী ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এর অভিযানে তারা আটক হন।র‍্যাব-৯ এর এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরীতে বের হওয়া ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহবায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার সকারে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- স্লোগান দিয়ে পূর্ব-দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। ব্যানারে লেখা স্লোগানে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের শাস্তি দাবি করেন।

মিছিলের খবর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এ সময় তারা স্লোগান দেয়- ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’।